সুব্রত আপন
যমদূতের বিড়ম্বনা
এখনো কথা হয় চোখের নোনাজলে
এখনো বেঁচে আছি মরে যাইনি বলে।
তুমি কী এখনো আর্টিফিশিয়াল প্রেমে
অপেক্ষা করো তমসার তীরে?
নাকী আইডেন্টিফিকেশন করে করে ক্লান্ত
নীড় থেকে নীড়ে, হাজারো লোকের ভীড়ে।
জানি এখন আগন্তুক প্রবাসী প্রেমিক
অটোগ্রাফ দেয় তোমার শাড়ীর আঁচলে
যৌবনের ফাগুনে ফোটা বিকশিত ফুল ছুঁয়ে
চুমু খায় সারা শরীরে।
তুমি বলতে জোৎস্নাভরা আকাশ নৈসর্গিক
জীর্ণ সংস্কারে পড়ে থাকা এই আমার—
এই পৃথিবীকে মনে হয় মুমুর্ষ।
ভাবিনি রক্তাক্ত আভায় সঞ্চিত স্বপ্নেরা ভষ্ম হবে
এখনো অজস্র ঢেউয়ের গর্জন শুনি রাতের নীলিমায়
বিবর্ণ চোখের অন্তিম পিপাসা ধূপ হয়ে জ্বলে প্রতিক্ষণ
অথচ এখনো বেঁচে আছি, যমদূতের বিড়ম্বনায়।