1. news@kalkothon.online : কালকথন : কালকথন
  2. info@www.kalkothon.online : কালকথন :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

যমদূতের বিড়ম্বনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সুব্রত আপন
যমদূতের বিড়ম্বনা

এখনো কথা হয় চোখের নোনাজলে
এখনো বেঁচে আছি মরে যাইনি বলে।

তুমি কী এখনো আর্টিফিশিয়াল প্রেমে
অপেক্ষা করো তমসার তীরে?
নাকী আইডেন্টিফিকেশন করে করে ক্লান্ত
নীড় থেকে নীড়ে, হাজারো লোকের ভীড়ে।

জানি এখন আগন্তুক প্রবাসী প্রেমিক
অটোগ্রাফ দেয় তোমার শাড়ীর আঁচলে
যৌবনের ফাগুনে ফোটা বিকশিত ফুল ছুঁয়ে
চুমু খায় সারা শরীরে।

তুমি বলতে জোৎস্নাভরা আকাশ নৈসর্গিক
জীর্ণ সংস্কারে পড়ে থাকা এই আমার—
এই পৃথিবীকে মনে হয় মুমুর্ষ।

ভাবিনি রক্তাক্ত আভায় সঞ্চিত স্বপ্নেরা ভষ্ম হবে
এখনো অজস্র ঢেউয়ের গর্জন শুনি রাতের নীলিমায়
বিবর্ণ চোখের অন্তিম পিপাসা ধূপ হয়ে জ্বলে প্রতিক্ষণ
অথচ এখনো বেঁচে আছি, যমদূতের বিড়ম্বনায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট