তাপস চক্রবর্তী
তুই নাকি চেয়ে থাকিস— কখন ঝরে কদমফুল?
বৃষ্টি বৃষ্টি খেলছি— দেখিছি ছিল হরেকরকম ভুল।
ডাকে না আর শৈশব-দুপুর— জলের রাঙা সংসার
মধ্যরাতে চাঁদের বানে— এখন কেমন যেন অসার।
আমি এখন ফুল ছুঁই না— সত্যি সত্যি তিন সত্যি
যেমন জীবন কাঁটায় সাঁটা— হাজারখানেক রত্তি।
মিথ্যে ছিল— এমন যেমন মাটির ঘরের দোতালা
তবুও জীবন— এমন তেমন হিসেব এখন আগলা।
বর্ষা জলের রূপোয় রূপোয় তুই মাখা এক চিঠি
দুঃখ আমার পাইনি তোকে— মিথ্যে ভুলের দিঠি।
তবু বেকুব মনে— কদমফুলে তোর ছবি যে আঁকা
মিথ্যে হলেও সত্যিটুকু তোর কাছেই তো শেখা।