আজিজুর রহমান
ফণাধর সর্পের মাথায় মুক্তার ঝলকানি
দুর হতে দেখে লালসা জাগে সুফি অন্তরে
কে হবে মুক্তার মালিক?
ফণাধর সর্প বসে আছে সাত সুমুদ্দুর উপারে
সবাই মুক্তোর মালিক হতে চাই — কিন্তু ঝুঁকি নিতে চায়না
মুক্তো বেছে রাজপ্রাসাদ, গাড়ি বহর আরাম আয়েসের জীবন
এই যেনো গাছে কাঁঠাল গোঁফে তেল।
সাতপাঁচ বুঝিয়ে উস্কে দিয়ে গেলো সর্পের ধারে
কোনোমতে প্রাণ রক্ষা করে মুক্তো নিয়ে ফিরল কিনারে
এইবার শুরু আসল খেলা,কে হবে মুক্তার মালিক?