ঘোরে মধ্যেবিত্তের সংসার
ঈশা চৌধুরী
মফস্বলের দুপুরে ঘামে ভেজা ভবিষ্যতে
তোমার-আমার প্রেমের কিস্তি না ফুরাক,
দিবে রেশন কার্ডের ভালোবাসা
যেনো গৃহস্থালের ফাঁকে
জেগে থাকা আশা।
এক কাপ চায়ের মাঝে বিশ্রামের স্বপ্ন
সস্তা বাজারে দামি ইচ্ছেরা অনন্য
ভাঙা ডানায় চেষ্টা উড়া
শখের বালা জোড়া সেকরার মুষ্টা,
জোড়াতালির সংসারে আনা অভাব
তবুও তুমি যে প্রেম অনুপমা।
রাতের আধারে মৌমের নিভু নিভু
মধ্যেবিত্তকালে তুমি আমারি শ্রী অনু।