শম্পা মনিমা
কখনো কখনো ডিপ্রেশনের আওয়াজ শুনি
একাকীত্বের গর্জন আর ঠান্ডা হাতছানি
দূরত্বের একক মেপে যায় ভিতর থেকে
দিনে দিনে ক্রমশঃ দুর্বোধ্য হয়ে গেছে সময়ের আর্জিতে ,
দিনের বেশীর ভাগ সময় কাটে উপেক্ষায়
প্রায়োরিটির জায়গা দিতে হারিয়ে যায় স্বেচ্ছায়
একা কেউ নেই বোধহয় এ পৃথিবীতে
সঙ্গ প্রিয় ছিলো যে, হঠাৎ যেন বড়ো বেশী একলা এজগতে।
জল না মুছে হাউ হাউ করে কাঁদতে পারে
কখনো বন্ধুর একাকীত্বে বলে “…..
বন্ধু তোর চোখের তারায় রোদ্দুর ঝলমল
দেখা হলেই জানতে চাই “কেমন আছিস বল”?….”
আমি উপভোগ করি তাদের মূর্ছনা সঙ্গ
বড়ো বিশ্বস্ত সে, যুক্তিতে করে না রণেভঙ্গ
জীবনের সব চড়াই উতরাই এ হাত ধরে থাকে
মনের একতারাটায় তার কথা বলে।
প্রয়োজনের তাগিদে সুর বেঁধেছে সাত ঝর্ণার জল
আলোতেই ঝিকিয়ে ওঠে হাসির সমুদ্র টলমল
লিকার চায়ে সন্ধ্যেবেলা, কখনও টেলিফোনে…..