1. news@kalkothon.online : কালকথন : কালকথন
  2. info@www.kalkothon.online : কালকথন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

মাতারবাড়িতে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিংসহ ১৮ জেলে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালী (কক্সবাজার)

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উপকূল থেকে কোস্টগার্ড বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাকিব মেহবুব। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, সমুদ্র উপকূলে অবস্থানরত অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ অপূর্ব বাংলা শনিবার সকালে বিশেষ অভিযান শুরু করে। মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দ্রুত তল্লাশি চালানো হয়। এতে ধরা পড়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট এবং তার ভেতরে অবস্থান করা ১৮ জন জেলে। তাৎক্ষণিকভাবে বোট জব্দ এবং জেলেদের আটক করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। কর্মকর্তারা জানান, এ ধরনের অবৈধ ট্রলিং কেবল দেশের সামুদ্রিক সম্পদকে হুমকির মুখে ফেলে না, বৈধ জেলেদের জীবিকাকেও সংকটে ঠেলে দেয়। তাই নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অবৈধ মাছ ধরা রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহেশখালী ও কক্সবাজার উপকূলে অবৈধ ট্রলিং বোটের সংখ্যা বেড়ে যাওয়ায় মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের নিয়মিত অভিযান জেলেদের আস্থা বাড়াবে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট