ভবিষৎ চোখ
বিটুল দেব
ভাই আর ভাইপো লোভাতুর স্বপ্নে আপন সংসারের হাল ছাড়ে
সাদামাঠা মনের বুদইল্লার বাপ। তাঁর ভবিষৎ জীবন দেখে
ছিলো রবী ঠাকুর। সেই উপলব্ধির বিষাদ বয়ানের বীজ রচে
সোনার তরী কবিতায়।
বয়স্ক ভিটামাটির নারকেল গাছের কথা সবার জানা। ফুলবতী হলেও
পূর্বের ন্যায় হবে না ফলবতী! বাপজান… বাপজান
ডেকে লাভ কী ? মিঠা কথায় চিড়া ভিজানোর মতো এখন
বুদইল্লা বাপের নেই রস। আগাছারা হচ্ছে সমাজের বট বৃক্ষ!
চলো যে যার যার মতো পালায়…!
মাছরাঙার ধারালো ঠোঁটের ন্যায় কবিদের তীক্ষ্ম ভবিষৎ চোখ
কবিরা দূরবীনের চেয়ে দেখে দূরে। না হয় কী ভাবে বিষয়বস্তু
নির্ণয় করে ১৪০০ সাল কবিতার শিরোনাম ?