জোনাকি
দীপান্বিতা পালিত
আজকাল জোনাকি দেখলে বড্ড ভয় লাগে!
ইচ্ছে করে, আকাশের সব তারাকে
বুকের ভেতর লুকিয়ে রাখি! এই বুঝি কারা এলো!
আকাশের সব তারাকে বেঁধে নিয়ে গেল!
এমনি মনে হয় এখন! অলৌকিক নুপুর থাকতো যদি!
হেমন্তের হিমের সুরে শুধু সরলতাকে বাজাতাম!
আর তাদের শোনাতাম!
সে অপূর্ব সুরেলা সুর…. যে মেয়েটি শেষ রাতে ফিরল না
তার মাও ঠিক একই সুরে কাঁদছে!
জোনাকিরা কেবল হারায়!
