সুব্রত আপন
মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনী এক সফল অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) এবং পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
২৬ আগষ্ট দিবাগত রাতে কন্টিনজেন্ট কমান্ডার, মহেশখালীর কাছে খবর খবর আসে একটি ডাকাত দল কালারমারছড়ার ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সঙ্ঘবদ্ধ ডাকাত দলের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ টিম মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা অভিযাপন পরিচালনা করে। অভিযানের সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে পালিয়ে যায়, রেখে যায় ডাকাতির উদ্দেশ্যে আনিত একটি দেশী ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে আরো একটি অপারেশনে মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘর থেকে ১টি চায়নিজ কুড়াল, ৩টি রামদা ও ১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ-কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী মাদক, অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ও অবিচলভাবে কাজ করে যাচ্ছে।