সুব্রত আপন
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে ১২টির অধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত ও জলদস্যু সর্দার মঞ্জুর। সে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া গ্রামের বাহাদুরের পুত্র।
মহেশখালী থানা পুলিশ জানায়, এই কুখ্যাত আসামী মঞ্জুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। ওসি জানায়, দীর্ঘদিন ধরে সে পুলিশের কাছে ওয়ান্টেড আসামি ছিল। সম্প্রতি সোনাদিয়া ও আশপাশের এলাকায় তার তৎপরতা বেড়ে গেলে স্থানীয়দের আতঙ্ক আরও বৃদ্ধি পায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঞ্জুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি ও জলদস্যুতার মাধ্যমে এলাকায় চরম ভীতির পরিবেশ সৃষ্টি করেছিল। তাকে গ্রেফতারে খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে।
মহেশখালী থানার ওসি বলেন, “অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও জলদস্যুতা দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।”