1. news@kalkothon.online : কালকথন : কালকথন
  2. info@www.kalkothon.online : কালকথন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ‎ ‎

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

সুব্রত আপন:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহেশখালীর স্থানীয় সাংবাদিকরা। একইসঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানিয়েছেন।
শনিবার (৯ আগষ্ট) বিকাল ৩ টায় মহেশখালী উপজেলা কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। ‎‎অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহাব উদ্দিন সিকদার। ‎উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল বশর পারভেজ, সাংবাদিক মাহবুব রোকন, সাংবাদিক জাহেদ সরওয়ার, সাংবাদিক সৈয়দ মুস্তাফা আলী, সাংবাদিক এম ছালাম উল্লাহ বিএ, সাংবাদিক এম বশির উল্লাহ, সাংবাদিক ফারুক ইকবাল, ইঞ্জি: হাফিজুর রহমান খান, সাংবাদিক সুব্রত আপন, সাংবাদিক মিজবাহ উদ্দিন আরজু প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন-সাংবাদিক সিরাজুল হক সিরাজ, আব্দুর রশিদ, রকিয়ত উল্লাহ, সালাউদ্দিন রতন আবু বক্কর সিদ্দিক, নূরুল করিম, এনামুল হক, শেখ আব্দুল্লাহ, ওয়াজেদুল হক মনি, মারুফ উদ্দিন, মহিউদ্দিন, হামিদ হোসেন, শহিদুল ইসলাম লিটন, নুরুল আবছার প্রমূখ। ‎সাংবাদিকরা জানান, সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। গাজীপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সংবাদ প্রকাশের জেরে নৃশংস হত্যা করা হয়েছে। বক্তরা সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানান। সকল সাংবাদিকেরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগাফেরাত কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন মহেশখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আবছার।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট