মোতাহেরা হক ( মিতু)
উঠো উঠো জলদি দেরী হয়ে যাচ্ছে কিন্তু!
মা আর পাঁচ মিনিট আর একটু ঘুমায়!
না না না দেরী হচ্ছে কিন্তু
স্কুল শেষ করে এসেই তবে দিব্যি ঘুমিও
আমি বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিবো,
ব্রাশ করে নাও, ইউনিফর্ম পড়ো জলদি,
ব্যাগ গোছানো আছে!
জুতো মুছে রেখেছি!
এসো এসো নাস্তা শেষ করো
দেরি হয়ে যাচ্ছে কিন্তু,
আল্লাহ হাফেজ মা,বাবা
ছুটির আগে এসো কিন্তু,
ছুটি হলেই যেন তোমাকে দেখি,
দৌঁড়ে এসে বুকে জড়িয়ে রাখি…
মাত্র ১০ মিনিট অপেক্ষা গেইটে বাইরে,
বিকট একটা শব্দ সব কিছু তছনছ হয়ে গেলো,
দৌঁড়ে দৌঁড়ে বের হচ্ছে পোঁড়া পোঁড়া শরীর,
বিকট চিৎকার আকাশ বাতাশ ভারী
আহারে কলিজার টুকরো গুলো!
জান্নাতের বাগানে পাখি গুলো উড়ছে
অন্য পাখিরা কাতরাচ্ছে হাসপাতালে বেডে।
ফিরবে নাকি ফিরবে না অপেক্ষা !
কলিজার টুকরোরা জান্নাতের বাগানে মায়ের অপেক্ষায়,
মা জায়নামাজে চোখের জলে মৃত্যুের অপেক্ষায়…
অপেক্ষা যুগ যুগ ধরে,
এ অবুঝ অন্তত কেঁদে মরে