ঈশা চৌধুরী
পৈশাচিক হয়েছিলি রে তুই
অভাবে আদর জড়ায়,
আমার অসুখের দীর্ঘতা
তোর সুখে শ্রাদ্ধ প্রায়।
চুম্বনের প্রতিহতি যেনো
কাপাঁ দেহে থর থর,
আধৌ আলো আধৌ ছায়া
মানুষ, মানসির ভয় ।
দেখেছিলি কি ডুবে?
অন্ধত্তের রাত্র প্রলয়,
এ কেমন আদ্রিতা
দেখিলাম পুনর্জন্মময়।
সমাপ্তির ইতি টেনো নাহ!
ওহে বিরহদ্বয়
কঠিন আত্মার কঠিনতা
বুকের পাঁজর কিন্তু ছুঁই।