রহমান মিজান
তৃষ্ণা রেখে করুণ সুর্যাস্তে
মগজে কারফিউ শিথিল
তোমাকে আঁকড়ে ধরে হাঁটছি জীবনে
জ্বরের ঘোরে তোমাকে পুষতে শিখে যায়
প্রতিশ্রæতির কফিনে শেষ পেরেকঠোকে
অবলীলায় সয়ে যাও সবটুকু আমার
ট্রমা ফুরিয়ে আরো দৃঢ় হও
তোমার দীর্ঘশ্বাস আমি অবধি
শ্লেষোক্তি র শব্দজটে ঘরপোষা রা ঘোর পোড়ে
দীর্ঘ কাল তোমার অপেক্ষায় থাকবো
কর্ণফুল ঠোঁটে ভরসার কথোপকথন।