দুখু বাঙাল
পৃথিবীতে বেঁচে থাকতে হলে
সারাক্ষণ তোমার চোখে চোখ রেখে বাঁচতে হবে জানি।
পৃথিবীতে বেঁচে থাকতে হলে
তোমার পথে পুষ্পিত কণ্টক ফেলে বাঁচতে হবে জানি।
পৃথিবীতে বেঁচে থাকতে হলে
তোমার বুকে বন্দুক তাক করে বাঁচতে হবে জানি।
হায়, এও কি বাঁচার কোনো নাম!
পৃথিবীতে গোলাপ চাষিরা আজ বড় প্রতারক!
প্রিয়তমা, আমার অনাগত সন্তানের নাম দিয়ো তুমি
কন্যা হলে নাম দিয়ো ফুলন দেবী-বিদ্রোহী ফুলন
পুত্র হলে, ইসমাইল হানিয়ার মতো শহিদের নাম-
আপন অস্তিত্ব লয়ে যুদ্ধের ময়দানে যারা চির-সংগ্রামী।
এখনো যুদ্ধের মাঠে আছি
ঝরবেই একদিন পৃথিবীতে বাঁধভাঙা বিজয়ের হাসি এতে
হস্তীর মতো বিস্তৃত আঁধারের বিপরীতে
আমার সন্তান যেন বেছে নেয় সদর্পে আলোর গোঁড়ামি।