কাঞ্চন ইলিয়াছ
তুমি আমার প্রেমিকা হতে পারনি সখি,
এ তৃষ্ণায় ধুঁকে ধুঁকে মরুর বুকে মরি
হৃদয় গহীনে কিসের এতো হাহাকার
চারপাশে অন্ধকার আর বিষন্ন ধূসর।
এই কি তবে রক্তের আর লাশের প্রতিদান
ক্ষুধার্ত পথের ধারে কত শিশু কাটায় দিন
আবুল চাচার এখনো হয়নি কুঁড়ে ঘরখানি
তারা এখনো আরামে ঘুমায় আটতলা বাড়িটি।
আমার প্রেমিকা হতে বাঁধা,
চারিদিকে ধাঁধা যত অবহেলা আমার তরে,
রাখনি সুষম বণ্টনের কথা ক্লান্তিকর
খেটে-খাওয়া মানুষ, হয় না লেখা তাদের ইতিহাস
ইতিহাস পড়ি যত সব লুটেরা দস্যুরা।
তবু বেঁচে আছি তোমার প্রেমিক হবে বলে।
সেদিনের প্রহর গুনি রক্তের উপর দাঁড়িয়ে।