নিঃশব্দ আহামদ
মানুষ গুলো আমার থেকে দূরে
অথবা আমি-
তাদের সাথে না আছে সংযোগ না আছে উঠাবসা
আমার বারান্দা পেতে আছে আসন
ছায়াদের নিবিড় মগ্নতা।
শব্দের আওয়াজ পাই, বুঝি না তার অমিয় বাণী
ঈষৎ ধোঁয়ার কুণ্ডলি তুলে ভেসে যায় মানুষের ঘ্রাণ,
রক্তের গন্ধ নেই, নাসিকায় ধরে রাখি অনুরাগ৷
আর দু’চোখে ধরে রাখি নীর
যে অবিরাম শীতলতায় ডুবে থাকে আমার আত্মা
সেখানে নেই কারো পদচারণ-পদধ্বনি।
মানুষ সব আমার থেকে দূরে
তবু আমি আছি আমার জন্য-আমার কাছে
এ আশায় ফিরে আসি ঘর
ঘর-তাতে মানুষ নেই
পড়ে থাকা কেবল এক বিরান চরাচর।