1. news@kalkothon.online : কালকথন : কালকথন
  2. info@www.kalkothon.online : কালকথন :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

জি সিরিজের ব্যানারে আসছে শিল্পী পারভেজ খানের নতুন গান ‘আঘাত’’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কন্ঠশিল্পী পারভেজ খান গানের জগতে প্রবেশ করেছেন বহু আগে থেকেই। কক্সবাজারে জন্ম নেওয়া এই শিল্পী নিজ যোগ্যতায় রাজ করার পথে গানের ভূবন। তার বেশ কিছু ভাইরাল গান তাকে এনে দিয়েছে জনপ্রিয়তার শিকরে। মুখে মুখে চর্চিত গানগুলো নিয়ে বেশ আলোচনায় তুঙ্গে সমুদ্রনগরিতে বেড়ে উঠা এই শিল্পী। ভাইরাল এই শিল্পী সব সময় শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়ার চেষ্টা করে চলেছেন। এবারও এর ব্যত্যয় ঘটেনি।

গত রোজার ঈদে গীতিকার সোহাগ অজিউল্লাহ কথায় রেমো বিপ্লবের সুর ও সঙ্গীতে “আমার বন্ধুরও বন্ধু আছে” ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আরো চমৎকার একটা গান “আঘাত” নিয়ে আসছে শিল্পী পারভেজ। গত রোজার ঈদে গীতিকার সোহাগ অজিউল্লাহ’র লেখা এবং রেমো বিপ্লবের সুর ও সঙ্গীতে প্রকাশিত “আমার বন্ধুরও বন্ধু আছে” গানটি শ্রোতামহলে বিপুল জনপ্রিয়তা পায়। এর আগে তিনি উপহার দিয়েছেন অনেক হৃদয়ছোঁয়া গান— যেমন “কি লাভ হইল”, এক মরারে আবার মারিলা শুধু মানুষ হইলে হইতো না, যদি মন না থাকে মনের মানুষ মনের মতো না ইত্যাদি।

আঘাত গানটি খুব শিঘ্রই আসবে জি সিরিজ এর ব্যানার থেকে প্রকাশিত হবে বলে শিল্পী জানিয়েছেন। গানটির কথা লিখেছেন সোহাগ অজিউল্লাহ, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রেমো বিপ্লব। ভিডিও পরিচালনা করেছেন সাব্বির আহমেদ এম এস।

রিপোর্ট: সুব্রত আপন, কক্সবাজার:

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট