1. news@kalkothon.online : কালকথন : কালকথন
  2. info@www.kalkothon.online : কালকথন :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

মহেশখালীতে বুদ্ধিজীবী আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, ছফার জীবন ও সাহিত্য  বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের অন্যতম প্রজ্ঞাবান চিন্তাবিদ আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহেশখালীতে অনুষ্ঠিত হলো  আহমদ ছফার জীবন  ও সাহিত্য এবং কবিদের স্বরচিত কবিতাপাঠ।

সোমবার, ২৮ জুলাই দুপুর তিনটায় মহেশখালী উপজেলা পরিষদের পুরোনো ভবনের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা পাবলিক লাইব্রেরি, মহেশখালী।

আহমদ ছফার জীবন সাহিত্য শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হেদায়েত উল্যাহ্। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও সম্পাদক নূরুল আনোয়ার। বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখেন মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ আহমদ ছফা চিন্তক মকবুল আহমেদ ও লেখক ও গবেষক মুহম্মদ হেলাল উদ্দিন

সভায় সভাপতিত্ব করেন প্রভাষক মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ কামাল হোসাইন। উক্ত অনুষ্ঠানে আহমদ ছফার স্মরণে কবিতা পাঠ করেন-কবি নিলয় রফিক, কবি সুব্রত আপন, তরুণ কবি রহমান মিজান সহ মহেশখালী কে.জি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী জোবারিয়া হোসেন তাবাসসুম ও ফাতিমা সাইয়্যিদ নাফিসা ।

আয়োজকরা জানিয়েছেন-নতুন প্রজন্মের মাঝে আহমদ ছফার সাহিত্য, জীবনবোধ ও সমাজচিন্তা তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে মহেশখালীর সাহিত্যপ্রেমী ও সচেতন সমাজের সক্রিয় অংশগ্রহণ ছিল দেখার মতো। তবে সারাদিনের বিদ্যুতিক সমস্যার কারণে অনুষ্ঠানে পর্যাপ্ত আলো না থাকায় মনক্ষুন্ন করেছেন অনেকেই। আলোচকরা অনুষ্ঠানের সমন্বয়ক পরিষদের মোঃ হামিদ হোসেনকে এমন চমৎকার অনুষ্ঠানের আয়োজনে সর্বাত্তক সহযোগিতার জন্য  ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট