কালকথন নিউজ ডেক্স:
কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মীর হোসেন পলাতক রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহেদা আক্তার (৩৫) এবং তার মেয়ে মিশু আক্তার (১৪) বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও মেয়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক জানান, ‘বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া বসবাস শুরু করেন। চলমান আর্থিক সঙ্কট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রী ও মেয়ে বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি জানান, ‘ঘটনার পর মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’