সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে মানিকছড়ি ও সাপছড়ি ইউনিয়নে মানিকছড়ি ছড়ার পানি বেড়েছে। এ ছাড়া উজান থেকে নেমেছে পাহাড়ি ঢল। ফলে মানিকছড়ি ছড়ার তীরে অবস্থিত মানিকছড়ি, বোধিপুর, মধ্যমপাড়া ও খামারপাড়া গ্রামের বেশ কিছু এলাকা তলিয়ে যায়। ওই সব এলাকার ৩০ থেকে ৩৫টি কাঁচা ও আধা পাকা বাড়ি তলিয়ে গেছে। দুপুরের পর বৃষ্টি কমে যাওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে থাকে। আজ বিকেল নাগাদ বাড়িঘর থেকে পানি সরে গেছে। তবে তলিয়ে যাওয়া বাড়িঘরের পলি ও কাদা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা।