হাফিজ রশিদ খান
এই জীবনে একটি কদম ফুলের বুকে
অনেকগুলো রেণুর মতো
একটু সুবাস ছড়িয়ে দিয়ে
ভাঙা পথের ধুলো মেখে পায়ে
আরও কোনো নতুন পথে
আরো হরেক ফুলের বনে
মৃদুমন্দ হাওয়া হয়ে বয়ে যেতে চাই
আমি শুধু এই আষাঢ়ের মেঘ নই
শারদাকাশেরও জ্যোতি
চলতে-চলতে চৈতের উদারমাঠে খড়বিচুলি
টিনের চালের
ঘূর্ণি হয়ে
সংক্রান্তির নয়াগান
ওই প্রাণ-পাহাড়ের,
ওই যে সবুজ কাদামাখা সমতলের