মোঃ রেজাউল করিম
দুরন্ত মোর ছেলেবেলা
খেলছি কতো রঙিন খেলা
আজও আমায় নাড়ে!
সাঁঝ বিকেলে সবাই মিলে
মাছ ধরেছি খালে বিলে
যেতাম নদীর ধারে।
কালু-লালু কতো জুড়ি
নাটাই নিয়ে উড়াই ঘুড়ি
লাগতো মনে দোলা,,
বাবার ছিলো কড়া শাসন
মায়ের বুকে স্নেহের বাঁধন
যাই কি করে ভোলা!
ইচ্ছে জাগে ফিরে যেতে
হারানো দিন কাছে পেতে
শৈশব আমায় টানে,,
স্মৃতিগুলো মনের মাঝে
উঁকি মারে সকাল-সাঁঝে
কতো প্রীতির বানে।