রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে তিনি সমাবেশটিতে যোগ দেন।
সারজিসকে সমাবেশের মূল মঞ্চে জামায়াত ও শিবির নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে। সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে জানা গেছে।
জামায়াতের এ জাতীয় সমাবেশে বিএনপি, এনসিপিসহ অনেকগুলো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপি সমাবেশে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।