শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুরুজ উদ্দিন আহমেদকে চাকরি থেকে সরিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি একটি ছবিতে তাকে বিএনপির এক নেতার গলায় মালা পরাতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।
ছবিতে দেখা যায়, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান রিপনের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, এবং বিষয়টি নিয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে সাধারণ মানুষ।
ঘটনার বিষয়ে সুরুজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা রিপনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং ঘটনাস্থলে একটি মামলার তদন্তে গেলে স্থানীয়রা তাকে মালা পরাতে চাইলে তিনি পাশে থেকে সহায়তা করেন। তবে জেলা পুলিশ প্রশাসন এ ব্যাখ্যা গ্রহণ করেনি। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কাজ করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, এটি প্রথম নয় যে এই পুলিশ কর্মকর্তাকে বিতর্কে জড়াতে দেখা গেছে। এর আগে ২০২৩ সালে পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকাকালে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে আবারও তাকে নড়িয়া থানায় দায়িত্ব দেওয়া হয়। নতুন করে আলোচনায় আসা এই ঘটনায় আবারও বদলি হলেন তিনি।